সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কানাইঘাটে সুরমা ডাইকে ভাঙন এলাকা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান 

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি 

কানাইঘাটে সুরমা ডাইকে ভাঙন এলাকা পরিদর্শনে ইউপি চেয়ারম্যান 

সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোসাইনপুর গ্রামের জনগুরুত্বপূর্ণ সুরমা ডাইকের দুটি স্থানে হঠাৎ করে বেশ বড় ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এক ধরনের উৎকণ্ঠা নিয়ে সুরমা ডাইকের ভাঙন কবলিত এলাকার লোকজন বসতবাড়িতে বসবাস করছেন।

ভাঙনের কারণে বর্তমানে গোসাইনপুর গ্রামের সুরমা ডাইক দিয়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। যেকোন সময় ভাঙন তীব্র আকার ধারণ করে দুর্ঘটনা ঘটতে পারে।

এদিকে ভাঙনের খবর পেয়ে  কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, গোসাইনপুরসহ সদর ইউনিয়নের কয়েকটি স্থানে নদী ভাঙনের বিষয়টি আমি ইতোমধ্যে সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। 

গ্রামের বাসিন্দা আব্দুছ সাত্তার মাছুম জানান, গত কয়েকদিন আগে হঠাৎ আমার বাড়ির সামনে সুরমা ডাইকে ভাঙন দেখা দেয়। বর্তমানে এক ধরনের উৎকণ্ঠা নিয়ে বাড়িতে বসবাস করছি, প্রতিদিন এ ডাইক দিয়ে শত শত জনসাধারণ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। নদী বাঙন রোধে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

টিএইচ