বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কানাইঘাটে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি 

কানাইঘাটে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটের ২৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) পৌর শহরের রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর কর্মকর্তারা। 

এ সময় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন সিলেট জালালাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব হাসান। তার সাথে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের লেফট্যানেন্ট কর্ণেল এস.এম আরিফ মাহমুদ, মেজর আবরার আল মাহবুব, লেফট্যানেন্ট সাইফ, কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী। 

খাদ্যসামগ্রী বিতরণকালে বিগ্রেডিয়ার জেনারেল মাহবুব হাসান বলেন, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে বৃহত্তর সিলেট অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

সিলেট অঞ্চলের ৪টি জেলায় ৩ হাজার ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে কানাইঘাটে ২৮০টি অসহায় পরিবারের মধ্যে সেনা সদস্যরা নিজেদের জন্য বরাদ্দকৃত শুকনা রশদের (চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবন, চাল চিনিগুড়া, সেমাই, গুড়ো দুধ) বিতরণ করা হচ্ছে। 

তিনি আরো বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম শফিউদ্দিন আহমেদ স্যারের দিক নির্দেশনায় এবং ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় সিলেটবাসীর কল্যাণে যেকোন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। 
 
টিএইচ