শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

কাপাসিয়া (গাজীপুর)

কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নে গণপিটুনিতে দুজন গরু চোর নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে একজন ও একই এলাকায় বড়িবাড়ি গ্রামে অপর একজন নিহত হন। 

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসী জানান, নিহত দুইজনসহ আরও কয়েকজন মিলে এলাকায় গরু চুরি করতে রাতে এলাকায় ঢুকেছিল। গরু চোর সন্দেহে তাদের পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। সেখানে দেখা যা, সাধারণ মানুষ চোরকে আটকে বেদম পিটুনি দিচ্ছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের এক কৃষকের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশেগ্রামে প্রবেশ করে। এ সময় গৃহস্থ টের পেয়ে ডাক চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকারে এলাকাবাসী জড়ো হয়। 

পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর একজনকে স্থানীয়রা ধাওয়া দিলে সে দৌড়ে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামে ধানক্ষেতের গিয়ে লুকিয়ে থাকে।

উত্তেজিত এলাকাবাসী তার পিছু নিয়ে তাকে খুঁজে ধানক্ষেত থেকে ধরে এনে পিটুনি দিলে একপর্যায়ে ঘটনাস্থলেই সেও মারা যায়।     

এ ব্যাপারে সিংহশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, এলাকায় গরু চুরি ব্যাপকভাবে বেড়ে গেছে। এ কারণে মানুষ ক্ষুব্ধ ছিল। তারা চুরি রোধে এলাকায় পাহারা বসিয়েছিল। রাতে গাড়িতে করে কৃষকের গরু চুরি করতে এলাকায় কিছু লোক প্রবেশ করলে গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে একজোট হয়ে যায়। এ সময় দুজন মারা যান। খবর পেয়ে আমি পরে ঘটনাস্থলে যাই তারপর পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে কাপাসিয়া থানারঅফিসার ইনর্চাজ আবু বকর মিয়া জানান,  উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মোসলেমের বাড়িতে অজ্ঞাত লোকজন গরু চুরি করতে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে দু্জনকে আটক করে গণপিটুনি দেয়। 

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডিউটিরত ডাক্তার তাদের মৃত বলে  ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলছে। 

টিএইচ