বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাপাসিয়ায় হারভেস্টারের মাধ্যমে ফসল কাটার উদ্বোধন 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় হারভেস্টারের মাধ্যমে ফসল কাটার উদ্বোধন 

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত সমলয়ে বোরোধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসল কাটার উদ্বোধন করা হয়। 

শনিবার (১১ মে) উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকায় একটি ধানক্ষেতের ধান কেটে উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।  

উপজেলা কৃষি সমপ্রসারণ  অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব সোরাইয়া আক্তার, সাবেক  অতিরিক্ত  মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকতা সুমন বসাক, অতিরিক্ত কৃষি কর্মকতা শাকিল আহমেদ প্রমুখ।

টিএইচ