সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে উপজেলা নির্বাচনকে ঘিরে মতবিনিময়  

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ে উপজেলা নির্বাচনকে ঘিরে মতবিনিময়  

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাপ্তাই উপজেলা নির্বাচনে অংশ নেয়া সকল প্রার্থীদের মধ্যে যেই সৌহার্দপূর্ণ পরিবেশ আছে, সেটা দেখে আমরা খুব আনন্দিত। 

এসময় তিনি আরো বলেন, ভোট দেয়া জনগণের গণতান্ত্রিক অধিকার তাই জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসে তাই প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় এসময়  রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন, কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর আশিকুজ্জান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলামসহ জনপ্রতিনিধিসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, মো. নাছির উদ্দীন ও  সুব্রত বিকাশ তনচংগ্যা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা আহমেদ পপি ও বিউটি হোসেন তাদের বক্তব্যে একটি সহিংসমুক্ত, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তরিক পরিবেশে নির্বাচন হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

টিএইচ