বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাপ্তাইয়ে জেলে পরিবারের মধ্যে ভিজিডি চাল বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি  

কাপ্তাইয়ে জেলে পরিবারের মধ্যে ভিজিডি চাল বিতরণ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিডি (চাল) বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ মে) কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি কার্যালয় চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত আগস্ট ২০২৩ মাসের বরাদ্দকৃত ১৩ হাজার ৯৪০ কেজি চাল কাপ্তাই হ্রদের ৬৯৭ মৎস্যজীবীর মধ্যে বিতরণ করা হয়। যেখানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এতে বিশেষ অতিথি থেকে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পিআইও রুহুল আমিন জানান, ৩ মাস কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল উপজেলার ৬৯৭ মৎস্যজীবীর মধ্যে বিশেষ ভিজিডি কর্মসূচির আওতায় চাল প্রদান করা হয়েছে। তৎমধ্যে কাপ্তাই ইউনিয়নে ৬৭৫ জন এবং চিৎমরম ইউনিয়নের ২২ জেলে রয়েছে।  

টিএইচ