সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী আনসার ক্যাম্পের পাশে পরিত্যাক্ত অবস্থায় আনসার সদস্যরা মহা বিপন্ন প্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করেছে। পরে রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে বিপন্ন প্রজাতীর প্রাণী লজ্জাবতী বানর অবমুক্ত করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ।

গত সোমবার রাতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনা কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বন বিভাগের সদস্যদের নিয়ে এই বানরটি অবমুক্ত করেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, গত সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি সদর উপজেলার ভেদভেদী আনসার ক্যাম্পের পাশে পরিত্যাক্ত অবস্থায় আনসার সদস্যরা মহা বিপন্ন প্রাণী লজ্জাবতী বানরটি দেখতে পাই। 

সাথে সাথে তারা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জে সংবাদ দিলে, সংবাদের ভিত্তিতে সদর রেঞ্জ অফিসার সঙ্গীয় স্টাফসহ এটি উদ্ধার করে কাপ্তাই রেঞ্জে বুঝিয়ে দেন। 

পরে রাতে আমরা বিভাগীয় বন কর্মকর্তা নির্দেশে লজ্জাবতী বানরটি গত সোমবার রাতে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করি। এই বন কর্মকর্তা আরও জানান, লজ্জাবতী বানর সাধারণত দিনের বেলায় চোখে দেখে না। 

লজ্জাবতী বানর রাতে চলাফেরা করে এবং খাদ্য খেয়ে জীবন ধারণ করে। তাই এটাকে রাতে অবমুক্ত করা হয়েছে। কাপ্তাই জাতীয় উদ্যানে এই নিয়ে চলতি বছরে তিনটি লজ্জাবতী বানর অবমুক্ত করা হলো বলে তিনি জানান। 

টিএইচ