মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কাপ্তাই থানার নতুন ওসির সঙ্গে প্রেস ক্লাবের মতবিনিময় 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

কাপ্তাই থানার নতুন ওসির সঙ্গে প্রেস ক্লাবের মতবিনিময় 

রাঙামাটির কাপ্তাই থানার নতুন যোগদানকৃত ওসি মো. আবুল কালামের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের নেতারা এক মতবিনিময় করেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কাপ্তাই থানা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  সাবেক সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর কবির এবং নির্বাহী সদস্য অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন। 

কাপ্তাই থানার নতুন ওসি আবুল কালাম মতবিনিময় সভায় কাপ্তাই প্রেস ক্লাবের সহযোগীতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। 

সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন তথ্য প্রকাশিত হয়। তাই কাপ্তাই প্রেস ক্লাবের নেতারা বিভিন্ন তথ্য দিয়ে কাপ্তাই থানাকে সহযোগীতা করার আহ্বান জানান। 

টিএইচ