সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কামারখন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

কামারখন্দে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ আব্দুল্লাহ হেল বাপ্পী (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। 

গত শুক্রবার রাতে উপজেলার ঝাঐল ব্রিজ এলাকায় এ অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫ ইয়াবা ও দুটি মোবাইলসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পার কেজিপুর এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে। 

শনিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। আটক আসামির বিরুদ্ধে মামলার পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়।

টিএইচ