শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এমপি কাজী সালিমুল হক

মাগুরা প্রতিনিধি

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এমপি কাজী সালিমুল হক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে গত বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছেন। তিনি দীর্ঘ সাত বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। 

কাজী সালিমুল হক কামাল পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদে মাগুরা-২ আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কাজী সালিমুল হক কামালের জামিন উপলক্ষ্যে মাগুরা থেকে একাধিক নেতাকর্মী দুদিন ধরে কেরানীগঞ্জ কারাগারের সামনে সমবেত হন। কারাগার থেকে বেরিয়ে গুলশানে নিজের বাসভবন যান তিনি। 

মাগুরা থেকে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে রাতে বক্তব্য প্রদান করেন তিনি। বক্তব্যে সাবেক এমপি বলেন, প্রথমত উন্নত চিকিৎসার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বিগত সাত বছর চিকিৎসা করাতে দেয়নি তারা। চিকিৎসার পরপরই মাগুরা যাব ইনশাআল্লাহ, সবার সঙ্গে বসবো, সময় দিবো, কথা হবে, এখন আপনারা এলাকায় যান দল গোছান। আর কোন বিশৃঙ্খলা করবেন না, এগুলো আমাদের বিএনপির পক্ষ থেকে দেখতে হবে এটা আমাদের দায়িত্ব। দলের যেন বদনাম না হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান খান পিকুল সদস্য মাগুরা জেলা বিএনপি, আক্তার হোসেন মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব, রেজা ঢালি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য, মোহাম্মদ আলম মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মিজানুর রহমান মানিক জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

টিএইচ