বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কারাতের বেল্ট পরীক্ষায় ব্ল্যাক বেল্ট অর্জন করল ঝিনাইদহের দুই প্রতিযোগী

ঝিনাইদহ প্রতিনিধি

কারাতের বেল্ট পরীক্ষায় ব্ল্যাক বেল্ট অর্জন করল ঝিনাইদহের দুই প্রতিযোগী

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে বেল্ট পরীক্ষায় ঝিনাইদহের তাহমিদা আহম্মেদ আবরার এবং মিত্তাহুল জান্নাত ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। 

গত বুধবার রাতে এই ফলাফল হাতে পেয়েছে তারা। গত ২২ নভেম্বর ঢাকার শহীদ তাজউদ্দীন আহম্মেদ স্টেডিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হয। এ পরীক্ষায় সারাদেশের ১৪৪জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। 

প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকুর নেতৃত্বে ঝিনাইদহের সোতোকান কারাতে দোর দুজন প্রশিক্ষণার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ব্ল্যাকবেল্ট অর্জন করে। তাদের এই সফলতায় ঝিনাইদহের ক্রীড়ামোদিদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে এবং কারাতের সঙ্গে জড়িত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এ বিষয়ে সোতোকান কারাতে দোর পরিচালক ও প্রশিক্ষক কাজী আলী আহম্মেদ লিকু বলেন, আমাদের এখানে কোন আধুনিক কারাতে মেট বা জিমনেশিয়াম না থাকায় আমরা অনেক পিছিয়ে পড়ছি। একটি কারাতে মেট হলে এবং সরকারি পিষ্টপোষকতা  পেলে আমরা আরও ভাল করার আশা রাখি। 

টিএইচ