বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালকিনিতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, জনস্বাস্থ্য, স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১,  প্রধানমন্ত্রীর  ১০টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মাদক ও সন্ত্রাস, বাল্যবিয়েসহ, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ইত্যাদি বিভিন্ন সামাজিক ইস্যু বিষয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপরে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর-৩ আসনের এমপি তাহমিনা বেগম, জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেনজীর আহমেদ, কালকিনি উপজেলা সমাসসেবা অফিসার আমিনুল ইসলাম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম অফিসার হাসিবুল হাসানসহ এলাকার অর্ধশতাধিক মহিলারা উপস্থিত ছিলেন।

টিএইচ