সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে পুলিশ প্লাজার উদ্বোধন 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে পুলিশ প্লাজার উদ্বোধন 

পুলিশ প্লাজা নতুন আঙ্গিকে উদ্ধোধন হয়েছে। নতুন একটি অধ্যায়ের সৃষ্টি করলেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার এবং এর স্বাক্ষী হয়ে থাকবেন কালাইবাসী। জনগণের সাথে মিলে মিশে থাকার চেষ্টা করি। এজন্য বাংলাদেশ পুলিশেরা কখনো বিদ্রোহী হয়না। 

অমাদের কল্যাণ মিটিং হয়, কল্যাণ প্যারেড করি সেখানে কন্সটেবল সরাসরি ডিআইজি, এসপি কাছে তার অভিযোগ, দুংখ কষ্টের কথা বলতে পারে। তাৎক্ষনিক আমরা সমস্যার সমাধান করে দেয়। যার কারণে পুলিশে এ ধরনের কোন কর্মকান্ড হয়না। জয়পুরহাটের কালাইয়ে পুুলিশ প্লাজা সুপার মার্কেট ও গ্রিন মার্কেট  উদ্বোধন শেষে সুধি সমাবেশে একথা বলেন ডিআইজি  মো. আনিছুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। 

শনিবার (৭ অক্টোবর) উপজেলার জয়পুরহাট-মোকামতলা সড়কে কালাই থানার সামনে পুলিশ প্লাজার উদ্বোধন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি  মো. আনিছুর রহমান। 

তিনি  আরো বলেন, জয়পুরহাট জেলার প্রবেশদ্বার সর্বাধুনিক, নান্দনিক, সবধরণের নাগরিক সুবিধা সম্বলিত শপিং মল পুলিশ প্লাজা উদ্বোধনের মাধ্যমে কালাই উপজেলার সম্মানিত নাগরিকদের সাথে বাংলাদেশ পুলিশের এক অনন্য সম্প্রীতি স্থাপন হবে। সম্মানিত কালাইবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠবে পুলিশ প্লাজা।

উদ্বোধনী অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মো. নূরে আলম, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরমেয়র মোছা. রাবেয়া সুলতানা, জয়পুরহাট জেলার সকল থানার ওসিসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ