বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালাইয়ে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের কালাইয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাহারুল ইসলাম (৩৮) নামের এক যুবক। গত শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। 

মৃত শাহারুল ইসলাম উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর গ্রামের (গোড়াইল পুকুর পাড়) মৃত আজিবর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহারুল দিনমুজুর কাজ করে পারিবারে আর্থিক অসচ্ছলতা ছিল। ঋণের চাপে কিছুদিন আগে বাড়ি ছেড়েছিল এবং তার স্ত্রীর বাবার বাড়িতে গিয়ে আছে।  

হঠাৎ শনিবার সন্ধ্যায় শাহারুলের মেয়ে সানজিদা চিৎকার শুনে আমরা তার বাড়ির নিজ শয়নকক্ষে গিয়ে তালা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই। পরে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত শাহারুল ইসলামের মেয়ে সানজিদা বলেন, আমি পাশে এক বাড়িতে গাছের পাতা ঝাড়ু দিতে গেছি সে সময় আব্বু আসচ্ছে। পাতা ঝাড়ু দিয়ে এসে আমার গায়ে এলার্জি বের হয়ছে। 

আব্বুকে বললে আমি অন্য রুমে ঘুমাতে গেলাম এবং আব্বু তার নিজ রুমে ঘুমাতে গেল। আমি ঘুম থেকে উঠে আব্বুর রুমে ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। দরজায় অনেক ডাকার পরও রুমের দরজা না খোলায় পাশে জানালা দিয়ে দেখি আব্বু ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহারুল ইসলাম গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে।  কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ