সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। গত রোববার রাতে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

সোমবার (২৭ মে) এতথ্য জানান কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।

এ বিষয়ে পুরগ্রামের বাসিন্দা মামুনুর রশিদ বলেন, এটা চুরির ঘটনা ছাড়া অন্য কিছুই না। ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই সে মারা গেছে। এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির কালাই সাব জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বৈদ্যুতিক পোলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টে পুড়ে যাওয়া দাগ রয়েছে। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

টিএইচ