সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালাইয়ে মাদক মামলায় দুজন আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাইয়ে মাদক মামলায় দুজন আটক

জয়পুরহাটে কালাই উপজেলায় পৃথক মামলায় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালাই থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আদালতে মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া ও হাতিয়র থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়। এ বিষয়টা নিশ্চিত করেছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।

আটককৃতরা হলেন— উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত সায়ের আলীর ছেলে শাহজাহান আলী (৩৫) ও একই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দুর্গাপাড়া) গ্রাামের আলী আনছারের ছেলে নূর মোহাম্মদ (৩১) বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে জেলার উদয়পুর ইউপির নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন শাহজাহান আলী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর সময় তাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে শার্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো বারো পাতায় ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

একই দিনের বিকেল ৩টার দিকে জেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দুর্গাপাড়া) গ্রামে পাকা রাস্তার ওপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন  নূর মোহাম্মদ। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। এসময় দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোচে কালো পলিথিনে মোড়ানো তিন পাতায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে পুলিশ।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন তারা। গোপন সংবাদের ভিক্তিতে আসামিদের আটক করে পৃথক মামলা করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ