বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালাই উপজেলা আ.সভাপতিসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই উপজেলা আ.সভাপতিসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মারধর, হত্যাসহ জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে বিস্ফোরকদ্রব্য আইন ও হত্যাচেষ্টার অভিযোগে কালাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকসহ ৯২ জনের নামে জয়পুরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এছাড়া এতে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত ০১ সেপ্টেম্বর জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির আবেদন করেন কালাই উপজেলার ঠাকুরপাড়া তালোড়া বাইগুনী গ্রামের তোতামিয়া প্রধান। আদালতের বিচারক আবেদনটি এজাহার হিসেবে নথিভূক্ত করতে কালাই থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

গত শুক্রবার রাতে বিষয়টি জানিয়ে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, আদালতের নির্দেশে কালাই থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ