শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরি 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে কবরস্থান থেকে অর্ধশতাধিক কঙ্কাল চুরি 

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ভান্নারা এলাকার জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থান থেকে প্রায় অর্ধশতাধিক কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে এ কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। 

এমন ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কঙ্কাল চুরির এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত চোর বা চক্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 

শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয়রা কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সন্দেহ হলে তারা আরও কয়েকটি কবর পরীক্ষা করেন এবং দেখতে পান যে, প্রায় অর্ধশতাধিক কবর থেকে কঙ্কাল গায়েব হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, এ কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করতে সক্ষম হয়েছে। এলাকাবাসী দ্রুত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা এবং কবরস্থানের নিরাপত্তা জোরদারের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, কঙ্কাল চুরির ঘটনাটি সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত এ ঘটনার সমাধানের আশা করা হচ্ছে।

টিএইচ