বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে কলেজছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে কলেজছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্র আল-আমিন হত্যামামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) চন্দ্রা ত্রিমোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

গত ৬ জুন বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার দ্বাদশ শ্রেণি ছাত্রলীগের সভাপতি আল আমিনকে কলেজের পশ্চিম পাশে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় একমাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তারা আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন মোতালেব হোসেন, রোজিনা বেগম, জামেলা খাতুন, আছিয়া বেগম, রজব আলী, ফরহাদ হোসেনসহ অন্যরা।

টিএইচ