বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার 

গাজীপুরের কালিয়াকৈরে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মা-ছেলে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মা সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছে ছেলে আব্দুল্লাহ।  তবে উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, গত সোমবার উপজেলার বগাবাড়ি বিলে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকাডুবে তারা নিখোঁজ হয়। 

নিখোঁজ মা ছেলে, উপজেলা ভাওমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া ও তার পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ। 

টিএইচ