শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
The Daily Post

কালিয়াকৈরে মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ধসে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে (৬ অক্টোবর) উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকায় মাটির ঘর ধসে  ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলো উপজেলার মৌচাক ইউনিয়নের নলিপাড়া এলাকার মৃত হাসেন আলীর ছেলে এমারত হোসেন (৬০) তার স্ত্রী ফালানি আক্তার (৫০)।

এলাকাবাসী পরিবার ও পুলিশ জানায়,গত দুই-দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিহত দু‍‍`জনই তাদের মাটির ঘরে ঘুমিয়ে ছিলো, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মাটির ঘরটি ধসে তাদের উপরে পড়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

কালিয়াকৈর থানার (মৌচাক পুলিশ ফাঁড়ির) ওসি শহিদুল ইসলাম মাটির ঘর ধসে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএইচ