শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কালিয়ায় বাল্যবিয়ের দায়ে দুই জনের জেল

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

কালিয়ায় বাল্যবিয়ের দায়ে দুই জনের জেল

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে নড়াইলের কালিয়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুলছাত্রী মিম খাতুন। সে উপজেলার সাতবাড়িয়া গ্রামের লিবিয়া প্রবাসী আজানুর শেখের মেয়ে ও উপজেলার জয়নাল আবেদিন নুরুননাহার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি করে বাবার অনুপস্থিতিতে তাকে বিয়ে দেয়ার চেষ্টা করায় মিমের দুই চাচাকে ১৫ দিনের বিনাশ্রম জেলের আদেশ দিয়েছেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় আদালত এই দণ্ডাদেশ দেন। 

কালিয়া সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন জানান, জন্মসনদ জাল করে বেশি বয়স দেখিয়ে স্কুলছাত্রীকে (১৫) বিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। 

ওই স্কুলছাত্রীর বাবা লিবিয়া প্রবাসী হওয়ায় এই বিয়েতে সহযোগিতা ও অভিভাবক ছিলো তার দুই চাচা। তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম জেলের আদেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, জাল জন্ম সনদ কিভাবে তৈরি করা হয়েছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ