বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিয়ায় মৎস্য খামারিদের মধ্যে মালামাল বিতরণ 

কালিয়া (নড়াইল ) প্রতিনিধি

কালিয়ায় মৎস্য খামারিদের মধ্যে মালামাল বিতরণ 

নড়াইলের কালিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় প্রদর্শনী মৎস্য খামারিদের মধ্যে মালামাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে এ মালামাল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও ইউএনও কালিয়া মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীর মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম । 

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, জেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান প্রমুখ।
 
এ সময় উপজেলার ১৫ জন মৎস্য খামারিকে চুন, সরিষার খৈল, টিএসপি ও ইউরিয়া সার, প্রদর্শনী সাইনবোর্ড, পিলার ও ২০/২৫ কেজি বস্তার ২০ বস্তা ফিসফিড প্রত্যেক খামারিকে বিতরণ করা হয়।

টিএইচ