বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে দুজন গ্রেপ্তার 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

কালিয়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির অভিযোগে দুজন গ্রেপ্তার 

সাংবাদিক পরিচয়ে কৃষকের কাছে চাঁদাদাবির অভিযোগে মোস্তফা কামাল ও সম্রাট তালুকদার নামে দুইজনসহ ৫ জনের বিরুদ্ধে নড়াইলের কালিয়া থানায় একটি মামলা হয়েছে। 

গত শুক্রবার তাদেরকে উপজেলার ছোটকালিয়া গ্রামের কৃষক নান্নু শেখের বাড়ি থেকে আটকের পর সন্ধ্যায় কৃষকের স্ত্রী শোভা বেগম বাদি হয়ে কালিয়া থানায় মামলাটি করেছন। মোস্তফা কামাল উপজেলার মিজাপুর গ্রামের নাজির শেখের ছেলে এবং সম্রাট তালুকদার ছোট কালিয়া গ্রামের সোহেল তালুকদার ওরফে মুক্তর ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, মোস্তফা কামাল নিজেকে ঢাকার একজন সংবাদিক পরিচয় দিয়ে বাদির স্বামীকে গত বৃহস্পতিবার ফোন করে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে তাই তিনিসহ তার সহযোগিরা তদন্ত করতে আসবেন এবং এদিন সন্ধ্যায় মোস্তফা কামাল ও সম্রাট তালুকদার ওই কৃষকের বাড়িতে গিয়ে তাকে মাদক বিক্রেতা হিসাবে আখ্যায়িত করে ভয়ভীতি দেখিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষকে ম্যানেজ করার নামে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। 

নান্নু শেখ তাৎক্ষনিক টাকা দিতে না পারায় পরদিন শুক্রবার টাকা যোগাড় করে রাখার নির্দেশ দিয়ে চলে যান এবং গত শুক্রবার ওই দুইজনসহ অঞ্জাতনামা ৩/৪ জন তার বাড়িতে গিয়ে নিজেদেরকে দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদার টাকা দাবি করলে বাদি ও তার স্বামী স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে সন্দেহ হলে তাদেরকে আটক করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

এরপর আটকরা বাদির অভিযোগের বিষয়ে সঠিক জবাব দিতে না পারায় এবং ওই কৃষকের স্ত্রী শোভা বেগম লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার সন্ধ্যায় কালিয়া থানায় ওই দুইজনের নাম উল্লেখসহ অঞ্জাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলাটি হলে আটক দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

মোস্তফা কামাল ওরফে সম্রাট তালুকদার নিজেদেরকে দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক দাবি করে বলেছেন, নান্নু একজন মাদক বিক্রেতা। তাই তারা তদন্ত করতে তার বাড়িতে গিয়ে ছিল। তবে চাঁদাদবির বিষয়টি অস্বীকার করেছেন। 

কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেছেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটক দুজনকে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে পুলিশী তদন্ত শুরু হয়েছে।

টিএইচ