বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে পাটক্ষেত থেকে তারাপদ বিশ্বাস (৮৭) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মে) উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মরদেহ চিহ্নিত করে পুলিশ বলেছে, এই মরদেহ মাগুরা জেলার শালিখা উপজেলার শ্রীফল তলা গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে তারাপদ বিশ্বাসের।

স্থানীয়রা জানায়, ওই মাঠের একটি পাটক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মেহেদি হাসান বলেন, মরদেহটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর মৌজার মধ্যে পাওয়া গেছে। ওই বৃদ্ধ শুক্রবার (৩১ মে) তার বাড়ি থেকে বের হয়েছিলো শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য। 

বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে। ধারণা করা হয়েছে, নামযজ্ঞ শেষে মাঠের মধ্য দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।

টিএইচ