শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে মদসহ এক নারী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জে মদসহ এক নারী আটক

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও মদ তৈরির উপকরণ জব্দ করে মদ ব্যবসায়ী এক নারীকে আটক করা হয়। 

গত সোমবার রাতে তুমলিয়া ইউনিয়নের উত্তর দড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মদ ব্যবসায়ী ববি গমেজ উত্তর দড়িপাড়া এলাকার উজ্জ্বল দরেজের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিনের নেতৃত্বে ওসি (তদন্ত) রজিউল্লাহ্ খান, এসআই মো. ইব্রাহিম শেখ, মিলন মিয়া ও এএসআই ইনসান আলীসহ সঙ্গীয় ফোর্স উজ্জ্বল দরেজের বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। 

পুলিশ উজ্জ্বল দরেজের ঘর তল্লাশি করে ১০ লিটার ২৫টি প্লাস্টিক জার, ৫টি ২০ লিটারের প্লাস্টিক জার, পলিথিনে মোড়ানো আধা লিটারের ৪০টি প্যাকেট মদ উদ্ধার করেন। পরে বাড়ির ছাদে টয়লেটের ভেতর থেকে ৬ ড্রাম মদ তৈরির উপকরণ (যাওয়া) উদ্ধার করা হয়। যার পরিমাণ চোলাই মদ প্রায় ৪০০ লিটার ও মদ তৈরির উপকরণ (যাওয়া) প্রায় ৩০০ লিটার জব্দ করা হয়। 

উদ্ধার করা মদ ও উপকরণের বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা সমপরিমাণ। এ সময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে ববি গমেজকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় গত ১১ নভেম্বর রাতে মামলা হয়েছে।  

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) আটক নারীকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ