বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

কালীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট- ২ আসনের এমপি আলহাজ নুরুজ্জামান আহমেদ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ ইমরুল কায়েস, জেলা মাদকদ্রব্য অধিপ্তরের সহকারী পরিচালক নাজির হোসেন। দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন।

টিএইচ