সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি 

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম (২৬) ও রায়হান হাসান (২) নামে শিশু ছেলে নিহত হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপারতল পুলিশ ফারির পাশে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মা ও শিশু ছেলে উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী ও একমাত্র ছেলে।স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও শিশু ছেলে রায়হান হাসান। 

মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে একইমুখী পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। 

মোটরসাইকেল আরোহীর চাচা আবু বক্কর সিদ্দিক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাতিজা বাবু আহত এবং কান্না করছে। পরে চাকার নিচে ভাতিজা বউকে পড়ে থাকতে দেখি। তারা সন্তানসহ বিয়ের দাওয়াত শেষে বাড়ি আসছিলেন। সড়ক দুর্ঘটনায় মনিরের স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। 

আর মনির হোসেন বাবু আহত। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। কালীগঞ্জক থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

টিএইচ