বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালীগঞ্জে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জে ৪ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই

লালমনিরহাটের কালীগঞ্জে চার পরিবারের ঘরবাড়িসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৬ জুন) উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা কবিবাড়ি এলাকায় মফিজুল ইসলাম, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম ও হামিদুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন- রান্না ঘরের চুলায় সকালের নাস্তা তৈরির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং বাড়িতে বৈদ্যুতিক সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং নিমিষেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। 

তারা আরো জানান, স্মার্ট কার্ড, জন্মনিবন্ধন সনদ, জমিরদলিলসহ ছেলে মেয়েদের লেখাপড়ার বই খাতাপত্র পুড়ে গেছে। 

কালীগঞ্জ থানার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা জানতে পেরেছি। তিনি আরো বলেন আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ