রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালুখালিতে দুই বাসের সংঘর্ষে একজন নিহত 

রাজবাড়ী প্রতিনিধি 

কালুখালিতে দুই বাসের সংঘর্ষে একজন নিহত 

রাজবাড়ীর কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন লাইন পরিবহনের চালক বাচ্চু শেখ (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালুখালির গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক বাচ্চু শেখ ফরিদপুর জেলার বাসিন্দা মোনছের শেখের ছেলে।

আহতদের মধ্যে রয়েছেন সুমি আক্তার (৪০), হারুন অর রশিদ (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০), নিয়ামত (৫৫) এবং আরও কয়েকজন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বরিশাল থেকে রংপুরগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১৫-৯৭০৬) পরিবহনের বাস এবং কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই চালক গুরুতর আহত হন এবং সিটে আটকে পড়েন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে আটকে থাকা দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর গোল্ডেন লাইনের চালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করেছে। আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

টিএইচ