বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাশিমপুরে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকায় আকাশমনী বাগানের ভিতর থেকে অজ্ঞাতনামা ৩০ বছর বয়সের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় শুক্রবার (২০ ডিসেম্বর) কিছু লোকজন কাজ শেষে বাড়ি ফেরার পথে গোবিন্দ বাড়ি এলাকায় বাগানের ভিতর দিয়ে যাওয়ার সময় তারা এক যুবকের মরদেহ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অজ্ঞাত ওই যুবকের পড়নে শার্ট ও প্যান্ট ছিলো বলে এলাকাবাসী জানিয়েছেন। তবে এলাকাবাসী তাকে চিনেনা বলেও জানান।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের উপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

টিএইচ