সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে অটোভ্যানসহ তিন চোর আটক

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে অটোভ্যানসহ তিন চোর আটক

গাজীপুরের কাশিমপুরে তিনটি অটোভ্যানসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুরের ১নং ওয়ার্ডের উত্তর পানিশাইল পুকুরপাড় এলাকায় একটি চোরাই অটো বিক্রি করার সময় স্থানীয়রা একটি ব্যাটারিচালিত অটোভ্যানসহ বজলুর রহমান নামে এক চোরকে আটক করে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। 

এ সময় আসামি বজলুর রহমানের দেয়া তথ্যমতে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে আশুলিয়ার বাগানবাড়ী এলাকায় আসামি আলামিন মিয়ার ভাড়াটে গ্যারেজ থেকে সুজন ও আলামিন মিয়াকে আরও দুটি চোরাই অটোভ্যানসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি অটোভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম রাফি বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি অটোভ্যানসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ