শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে অপহরণ চক্রের তিন সদস্য আটক 

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে অপহরণ চক্রের তিন সদস্য আটক 

গাজীপুরের কাশিমপুরে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। শনিবার (২১ অক্টোবর) তথ্য প্রযুক্তি সহযোগিতায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে কাশিমপুরের ৩নং ওয়ার্ডের এনায়েতপুরের সবুজ কানন এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মার্কেট থেকে গত শুক্রবার রাতে বাজার থেকে বিভিন্ন জিনিসপত্র কিনে বাসার উদ্দেশ্যে রওয়ানা হলে চন্দ্রা ফ্লাইওভারের নিচে ইজিবাইকে উঠা মাত্রই অপহরণকারীরা চাকু দিয়ে ভয় ভীতি দেখিয়ে ভিকটিম মেহেদি হাসানকে জোরপূর্বক অপহরণ করে অটোরিকশা যোগে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের এনায়েতপুর সবুজ কানন এলাকায় জিম্মি করে রাখে। 

এসময় অপহরণের কিছুক্ষণ পর ভিকটিমের বাবার কাছে অজ্ঞাত নাম্বার থেকে জানান, তার ছেলে মেহেদী হাসানকে অপহরণ করা হয়েছে এবং ছেলেকে ফেরৎ পেতে হলে মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা দাবি করা হয়। 

বিষয়টি থানা পুলিশকে অবহিত করিলে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফির দিকনির্দেশনায় পুলিশের কয়েকটি চৌকস দল তাৎক্ষনিক তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন রোড ব্লকসহ স্পেশাল ড্রাইভ পরিচালনা করে কাশিমপুরের ৩নং ওয়ার্ডের এনায়েতপুর সবুজ কানন এলাকা থেকে অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন এবং জোরপূর্বক আদায় নগদ ১০ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, রাশেদ পাপ্পু খান(৩০), জাহাঙ্গীর হোসেন(৩২), রেজাউল করিম রাজু (৩০)।     
 এবিষয়ে কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফি বলেন, এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অপহরণ মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ