বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক 

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি 

কাশিমপুরে ইয়াবাসহ দুই কারবারি আটক 

গাজীপুরের কাশিমপুরে অভিযান চালিয়ে ৩০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। 

গত মঙ্গলবার রাতে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারির বসতবাড়ি থেকে ইয়াবাসহ আলকাছ আলী আলকু ও রুশিয়া বেগমকে আটক করে পুলিশ।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি সানোয়ার জাহান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

টিএইচ