সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাশিমপুরে কাউন্সিলর প্রার্থীদের উন্নয়নের প্রতিশ্রুতি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুরে কাউন্সিলর প্রার্থীদের উন্নয়নের প্রতিশ্রুতি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও মেয়র প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে ঘরোয়া প্রচার শুরু করেছেন কাশিমপুরের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা। তারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, রাত অবধি পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় কর্মী-সমর্থকদের নিয়ে ঘরোয়া প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। 

এমনকি ভোটারদের মন জয় করতে নানাভাবে চেষ্টা চালাচ্ছেন তারা। এছাড়াও অনেকে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে বেশিরভাগ ভোটার এবার কোনো প্রার্থীকে আগাম প্রতিশ্রুতি দিচ্ছেন না। তারা সব প্রার্থীকেই দোয়া দিচ্ছেন। আগামী ১০ মে থেকে প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

সরেজমিনে কয়েকটি ওয়ার্ড পরিদর্শনকালে কাউন্সিলর প্রার্থীরা তাদের বিভিন্ন উন্নয়ন ও নানা ধরনের প্রতিশ্রুতির কথা জানান।

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনির হোসেন মণ্ডল জানান, তিনি এবার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এলাকার বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাদক ও নেশামুক্ত সমাজ প্রতিষ্ঠা, রাস্তাঘাট তৈরি, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ এবং এলাকার মানুষকে খুব কাছে থেকে সেবা করার জন্য তিনি ভোট প্রার্থনা করেন।

৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর দবির উদ্দিন সরকার এবারও প্রার্থী হয়েছেন। তিনি এ ওয়ার্ডে গত দুই বারের নির্বাচিত কাউন্সিলর। তিনি জানান, গত ১০ বছর এ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। বিশেষ করে, এ ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি ড্রেন নির্মাণের ফলে এলাকার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা দূর করেছেন বলে তিনি দাবি করেন। 

১নং ওয়ার্ডের বাসিন্দা বর্তমান কাউন্সিলর ও কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন এবারো কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা নিয়ে তিনি মাঠে কাজ শুরু করেছেন। ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও ভোট প্রত্যাশা করেন। 

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী শাহিন মোল্লা বলেন, জনগণের সেবা করার জন্য একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও আধুনিক ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচ