সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাশিয়ানীতে ওসির বিদায় সংবর্ধনা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কাশিয়ানীতে ওসির বিদায় সংবর্ধনা

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) থানা চত্ত্বরে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

জানাগেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি বদলীর অংশ হিসাবে কাশিয়ানী থানা ওসি মো. ফিরোজ আলমকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় বদলী করা হয়। 

থানা চত্ত্বরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইন্সেপেক্টর তদন্ত মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর মো. আল মামুন, কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি মুন্শী ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, চেয়ারম্যান মো. মাহবুবুল আলম সেলিম, সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান প্রমুখ।

টিএইচ