শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

কাশিয়ানীতে চাচার হাতে ভাতিজা খুন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কাশিয়ানীতে চাচার হাতে ভাতিজা খুন

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার পোনা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মৃত-আলফু শেখের ছেলে মো. ফোরকান শেখ এবং তার ভাই মো. আব্দুল শেখের মধ্যে জমির সীমানা ও গাছ নিয়ে বিরোধ চলছিলো। গত রোববার একটি আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। ছোট ভাই আব্দুল শেখ ও তার ছেলে মো. আল আমীন শেখ, মো. হাবিবুল্লাহ,  মো. ওবাইদুর শেখ, জোর করে বড় ভাই মো. ফোরকান শেখের একটি আম গাছের ডাল কেটে ফেলে। 

এতে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময়ে ফোরকান শেখের ছেলে  মো. নিরব শেখের  মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেপরোয়া লাঠি পেটা করে আব্দুল ও তার তিন ছেলে।

মারধরের এক পর্যায়ে প্রতিবেশীরা আহত মো. নিরব শেখকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা সদরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে  চিকিৎসা দেয়। আহত নিরবের অবস্থার আরো অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিরবের বাবা মো. ফোরকান শেখ জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগ হয়েছে। আমার একটি আম গাছের ছোট্ট ডাল আমার ছোট ভাইয়ের সীমানা গিয়েছে। ভাই ও ভাইয়ের ছেলে জোর করে ডাল কেটে ফেলে। আমার ছেলে নিরব শুনতে গেলে তারা তাকে মারধর করে।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ