বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে অবরোধের বিরুদ্ধে আ.লীগের শান্তি সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অবরোধের বিরুদ্ধে আ.লীগের শান্তি সমাবেশ

কিশোরগঞ্জে আন্দোলনের নামে বিএনপি-জামায়াতসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের নিষ্ঠুর থাবায় পুলিশ, আনসার, শ্রমিক, সাধারণ মানুষের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উন্নয়ন ও অগ্রযাত্রার স্বপক্ষে শান্তি সমাবেশ ও  শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। 

গত মঙ্গলবার রাতে শহরের শোলাকিয়া এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান আকন্দ, জেলা তাঁতীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া, পৌর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম হেলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদ জাহাঙ্গীর পল্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উমান খান প্রমুখ। 

সমাবেশ শেষে শোলাকিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইজিবাইক, মিশুক ও রিকশা চালকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে (৩০ লাখ) টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। 

পরে কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের নেতৃত্বে শহরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

টিএইচ