শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে আশ্রয়ণে ঘর প্রদান নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আশ্রয়ণে ঘর প্রদান নিয়ে মতবিনিময় সভা

কিশোরগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। 

শনিবার (৮ জুন)জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ১১ জুন প্রকল্পটির উপকারভোগীদের ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট নাগরিক গঠনে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে জমি ও একটি সেমি-পাকা ঘর প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলার সব উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ১ম পর্যায়ে ২৭৯০টি ঘরের নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধন করা হয়েছে। 

৫ম পর্যায়ে ২য় ধাপে অবশিষ্ট ৫০টি ঘর এবং পুরাতন জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপনপূর্বক একক গৃহ ভৈরব উপজেলায় ১৬০টি ও কুলিয়ারচর উপজেলায় ১২০টি মোট ২৮০টি গৃহ আগামী ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উপকারভোগীদের ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

টিএইচ