শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে এক আম ১৬০০ টাকায় বিক্রি  

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে এক আম ১৬০০ টাকায় বিক্রি  

মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকা বিক্রি হয়েছে। এই নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে মসজিদের সকল মুসুল্লিদের নিয়ে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্রাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।

লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। 

এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি। জানা গেছে, প্রতি জুম্মায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

টিএইচ