বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্রসমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্রসমাবেশ

কিশোরগঞ্জে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) গুরুদয়াল সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের কিশোরগঞ্জ ও জিডিসি ক্যাম্পাস কথনের ব্যানারে একটি মিছিল বের করে। 

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে ছাত্রসমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি অভি চৌধুরী, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের এমদাদুল হক প্রমুখ। 

সমাবেশে বক্তারা সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা সংস্কারের দাবি জানান। এ সময় তারা ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্য মুক্ত দেশ চাই’ নানা স্লোগান দিতে থাকে।

টিএইচ