বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে গাঁজা পাচারের সময় দুজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে গাঁজা পাচারের সময় দুজন আটক

কিশোরগঞ্জে লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (২৯ মার্চ) র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারের বাশমহল সংলগ্ন ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। 

গাড়ি তল্লাশি করাকালের একপর্যায়ে ১টি ডিআই পিকআপ তল্লাশী চৌকির কাছাকাছি আসলে গাড়িটি থামার জন্য সংকেত দিলে, র্যাবের রাস্তা বেরিকেডের সামনে পিকআপটি থামামাত্রই পিকআপে থাকা দুজন পালানোর প্রস্তুতিকালে তাদের আটক করে। 

সে সময় গাড়িটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ির পিছনের বডির উপরে লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে নগদ-৪ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহূত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক পশ্চিমপাড়া  গ্রামের মৃত আ. রহমানের ছেলে মো.আবুল বাসার ও নয়নপুর এলাকার মৃত আসমত আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।

র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক আসামিরা জানায়, তারা এসব গাঁজা ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করে সেগুলো পাইকারী বিক্রয় করার জন্য পাকুন্দিয়া থানা এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ