বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে ছেলের গলা কাটলেন বাবা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছেলের গলা কাটলেন বাবা

কিশোরগঞ্জে মদ্যপানে নিষেধ করায় সিজারিয়ান ব্লেড দিয়ে ছেলের গলা কেটে দেয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রোববার (২৮ মে) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাছ বাজার হাজরাদি এলাকায় এ ঘটনা ঘটে। 

আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত মো. রাব্বি (২১) সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের গাছ বাজার হাজরাদি গ্রামে মবিনের বাসায় ভাড়া থাকেন। পেশায় সে একজন বিদ্যুৎ মিস্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত বাবা শহীদুল ইসলাম দানিসকে (৫২) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দানিস জেলা শহরের একরামপুর স্টেশন রোডের একটি ফলের আড়তে চাকরি করেন। তার দীর্ঘদিনের মদ্যপানের অভ্যাস ছিল। মদ্যপান করে বাসায় আসলে এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়াঝাটি হতো। রোববার (২৮ মে) দানিছ তার স্ত্রী শামছুন নাহারের (৪০) কাছে নাস্তা দেয়ার কথা বলে। 

এ নিয়েও পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে ঝগড়ার এক পর্যায়ে সিজারিয়ান ব্লেড দিয়ে ছেলে রাব্বির গলা কেটে দেন। পরে স্থানীয়রা দানিছকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। অন্যদিকে রাব্বিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হক বলেন, মারাত্মক জখমের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যে কারণে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাবা দানেশ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ