বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে ভাবি খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে ভাবি খুন

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দেবরের হাতে ভাবি খুন হওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মোল্লাপাড়া আনছার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অনুফা আক্তার মোল্লাপাড়া এলাকার মো. খাইরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, প্রায় ২০ বছর ধরে মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বড় ভাই খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্ত ছোট ভাইয়েরা।

সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে খাইরুল ইসলামের ছেলে রাকিব মিয়া ও স্ত্রী অনুফা আক্তারের ওপর হামলা চালায়। 

এ সময় তাদের কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাকিব ও তার মা অনুফা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনুফা আক্তারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

অনুফা আক্তারের ছেলে রাকিব মিয়া বলেন, আমার চাচা জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের সঙ্গে আমার বাবার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা খুলে ফেলার কারণে আমাদের ওপর হামলা চালায় তারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিহত অনুফা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, জহিরুল ইসলাম, দ্বীন ইসলাম ও জহিরুল ইসলামের আত্মীয় পৌর শহরের বত্রিশ এলাকার আবুল কাশেম। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ