বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন ও সমন্বয় বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন ও সমন্বয় বিষয়ক কর্মশালা

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়ন ও সমন্বয় বিষয়ক কর্মশালা বুধবার (১২ জুন) সার্কিট হাউস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ঢাকা বিভাগ বিশ্বাস রাসেল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত নূরে আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জিল্লুর রহমান।

এ সময় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ  কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা ও সুশীল সমাজের ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

টিএইচ