কিশোরগঞ্জ জেলা শহরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক শহরের কাছারি বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
বাজার তদারকি অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এ সময় ভোগ্যতেলের মূল্য বেশি রাখায় ২ ব্যাবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ জেলা শহরের কাছারি বাজারে বিশেষ টাস্কফোর্স টিম এ অভিযান পরিচালনা করে। এসময় ভোগ্য তেলের মূল্য বেশি রাখাসহ বিভিন্ন অনিয়মে ২টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জনস্বার্থে টাস্কফোর্স অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় সহযোগিতায় ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মিয়াসহ অন্য প্রতিনিধিরা।
টিএইচ