বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কিশোরগঞ্জে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন, কিশোরগঞ্জের সার্বিক সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

প্রতিযোগিতায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়িতা বিশ্বাস।

এতে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, কিশোরগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী ঋতেশ বড়ুয়া, শিক্ষাবিদ খালেদা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল প্রমুখ। প্রতিযোগিতার শুরুতেই সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন ভূঁইয়া।

টিএইচ