সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে ভুয়া বিজিবি সদস্যসহ চারজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ভুয়া বিজিবি সদস্যসহ চারজন আটক

কিশোরগঞ্জে বিজিবির ভুয়া লেফটেন্যান্ট কর্নেল সেজে শিক্ষকের সঙ্গে প্রতারণা করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন ভুয়া লেফটেন্যান্ট কর্নেল পরিচয়দানকারীসহ ৪ জন।

গত রোববার দিবাগত রাতে শহরের পূর্বতারা পাশা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, বিজিবির ভুয়া লেফটেন্যান্ট কর্ণেল পরিচয়দানকারী ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ডৌহখনা কাদিরন এলাকার মৃত আ. খালেকের ছেলে আবুল খায়ের, কিশোরগঞ্জের গাইটাল নামাপাড়া এলাকার শরীফ উদ্দিনের ছেলে রুবেল মিয়া, লতিফাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত আ. কুদ্দুছের ছেলে মো. বিল্লাল ও বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকার আবু তালেবের ছেলে মো. তাজুল ইসলাম।

ভূক্তভোগী শিক্ষক ফজলুল হক জানান, অভিযুক্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার জায়গা কেনার কথা বলে আমার ফার্মে এসে একজন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে আমার কাছ থেকে ৩৮ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, প্রকৃতপক্ষে তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

টিএইচ