বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

কিশোরগঞ্জে জেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে সরকারি কম্বল পৌঁছে দিচ্ছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

গত শনিবার রাতে রেলস্টেশন এলাকার হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, এই শীতে যাতে মানুষ কষ্ট না পায় সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি। আমাদের এ কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, এনডিসি রওশন কবীর সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।  

টিএইচ