বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে হত্যা মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের নামে হত্যা মামলা

কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দু’জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের ৪ সাংসদসহ মোট ৮৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন।

বলেন, আজ দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন মো. মতিউর রহমান মামের এক ব্যক্তি।

আসামি রাসেল আহমেদ তুহিন, শফিকুল আলম, শফিকুল ইসলাম লিমন ঢালি, আল জুবায়েদ খান নিয়াজ, মাহফুজ, ফয়েজ ওমান খান, সাইফুল ইসলাম অপু, মাজহারুল ইসলাম মাসুদ, তৌফিক, সানা, মুরসালিন খান, তাজবীর, সুমন মোল্লা, আমিনুল ইসলাম বকুল, আনোয়ার হোসেন বাচ্চু তাদের হাতে থাকা শর্টগান, পাইপগান দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর গণহত্যার উদ্দেশ্যে সরাসরি গুলি করে।

টিএইচ